পরিসংখ্যান বলছে, মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকা মেসি কিংবা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিঃসন্দেহে বলা যায় এ দুই তারকা ফুটবল বিশ্বের দুই বিস্ময়। কিন্তু অবাক হলেও সত্য যে মেসি-রোনালদো পিছনে ফেলে এগিয়ে রয়েছেন ব্রাজিলে খুদে তারকা নেইমার।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সায় আসা নেইমার নিজের নামের খুব একটা সুবিচার করতে না পারলেও বলা যায় তিনি বর্তমানে মেসিহীন বার্সার মূল কাণ্ডারী তিনি ।
বর্তমানে ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারের বয়স ২৩ বছর। এই বয়স পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে তার গোল সংখ্যা ৩১৭ ম্যাচে ১৮৩টি। আর চারবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকা মেসি ঠিক এই বয়সে ২৬৮ ম্যাচে করেছেন ১৫০ গোল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আরো পিছিয়ে। ২০০৮ সালে ২৩ বছর বয়স পর্যন্ত ৩২৭ ম্যাচে রোনালদোর গোল ছিল মাত্র ১১৮টি।
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর