বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ১০:২৪:১৮

কাটার রেডি, এবার জিম্বাবুয়ে যাবে কোথায়?

কাটার রেডি, এবার জিম্বাবুয়ে যাবে কোথায়?

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই কারও। বাংলাদেশের ১১ তম হোয়াইট ওয়াশ পূর্ণ হওয়ার ম্যাচ এটি। টাইগার ক্রিকেটাররা দৃঢ় প্রত্যয় নিয়ে আছেন এই লক্ষ্য পূরণের জন্য। সূর্যের হাসিতে দিনের শুরুটা ভালোই হয়েছে। সবকিছু যেন বলছে বাংলাদেশ পারবেই। কি সেটা? লাফিয়ে আকাশ ছুঁইবে টাইগাররা! এ যেন আকাশ ছোঁয়ার গল্পই। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পেয়েছে। এর আগে জিম্বাবুয়ে যখন বাংলাদেশ সফরে তখনও বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয় জিম্বাবুয়ে। ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটি ম্যাচে জয় পায় বাংলাদেশ। এবার আর একটি কাব্যর হাতছানি টাইগারদের সামনে। মুস্তাফিজের কাটার প্রস্তুত। মাশরাফি তাণ্ডব সৃষ্টির অপেক্ষায়। ব্যাটটিকে বারবার দেখে নিচ্ছেন তামিম ইকবাল। এখন জিম্বাবুয়ে যাবে কোথায়? পরাজয়ের কাছেই হার মানতে হবে তাদের। দেশবাসী দেশের ক্রিকেটের আর একটি বড় সাফল্য দেখার অপেক্ষায় রায়েছে। হয়তো সে ইচ্ছা পূরণ হবে বলে ধরেই নেয়া যায়। ১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে