বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ১০:৫০:৫৬

বাংলাদেশ ক্রিকেটে এবার নারী আম্পায়ার

বাংলাদেশ ক্রিকেটে এবার নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: মাশরাফি-মুশফিকদের হাত ধরে একের পর এক সাফল্য দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকট দল। দেশের পতাকাটাকে বিশ্ব দরবারে তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা। এক কথা দিনে দিনে বাংলাদেশ ক্রিকেটে ব্যপ্তি বাড়ছে তা নির্দ্বিধায় বলা চলে। এই যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশের মেয়েরাও। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেট দলও এগিয়ে চলেছে। এর সঙ্গে মঙ্গলবার যোগ হলো আরো একটি সাফল্য। মঙ্গলবার ঘরোয়া ক্রিকেটে প্রথম আম্পায়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন বাংলাদেশ দলের সাবেক তিন নারী ক্রিকেটার। প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লিগে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকসুদা লিসা, ডলি রানী সরকার ও ফাতেমা তুজ জোহরা। বিসিবির আম্পায়ার হিসেবেই নিবন্ধিত হয়েছেন তারা। বিসিবির মহিলা কমিটি ও আম্পায়ার্স কমিটির উদ্যোগেই তাদের তিনজনকে নিয়ে শুরু হল এ যাত্রা। প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লিগের আরবান স্পোর্টস ও ইস্টার্ন স্পোর্টসের ম্যাচে মঙ্গলবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকসুদা লিসা। ডলি রানী সরকার ও ফাতেমা তুজ জোহরা আগে বিকেএসপিতে কিছু প্র্যাকটিস ম্যাচে কাজ করেছেন। তারা দুজনই বিকেএসপির কোচ। ১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে