সবই আল্লাহর ইচ্ছা : মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: এরই মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তাই কিছুটা হলেও স্বাচ্ছন্দে থেকে বাড়তি চাপে রেখেছে সফরকারী জিম্বাবুয়েকে। তাই সিরিজের তৃতীয় ম্যাচ একটি দলের জন্যে হোয়াইটওয়াশে হেট্রিক করার হাতছানি। অপর পক্ষের সম্মান বাঁচানোর লড়াই।
এর আগে যথাক্রমে ২০০৬ ও ১১ তম বিশ্বকাপের আগে দুইবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার স্বাদ পায় টাইগাররা। তবে কি আবারো সেই পথে হাঁটছে বাংলাদেশ? এ প্রসঙ্গে তরুণ উদীয়মান পেসার মুস্তাফিজ বলেন, ‘ আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব।’
গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজ বলেন, ‘সবই আল্লাহর ইচ্ছা’। আর আমাদের চেষ্টা তো আছেই। দেখি আশা আছে। আমাদের শুরুটা ভালো হইসে, চেষ্টা করবো শেষটাও ভালো করার।’
প্রসঙ্গত, মুস্তাফিজ ওয়ানডে অভিষেকেই ভারতের বিপক্ষে তুলে নিয়েছেন ৫ উইকেট, সফরকারীদের সঙ্গে তিন ম্যাচের ওই সিরিজে তুলেছেন ১৩ উইকেট (৫+৬+২)। এখন পর্যন্ত দু’টি টেস্ট, আটটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংগ্রহ যথাক্রমে ৪, ২১, ৩। আর তাই একটু বেশিই চাওয়া ২০ বছর বয়সী এই বিস্ময়কর বালকের কাছে।
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর