বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ১১:৪৯:৪৯

শেষ ম্যাচে কপাল খুলবে কি নতুন মুখ রাব্বির?

শেষ ম্যাচে কপাল খুলবে কি নতুন মুখ রাব্বির?

স্পোর্টস ডেস্ক : প্রায় দুই মাস আগে জাতীয় দলে ডাক পান কামরুল ইসলাম রাব্বি। এ দলের হয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই জ্বলে ওঠেন রাব্বি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ দলের সিরিজে অংশ নেয়া রাব্বি দেশে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকে। জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হওয়ার কথা জাতীয় দলে। কিন্তু দেখতে দেখতে দুটি ওয়ানডে ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। আর জাতীয় দলে রাব্বি কেমন খেলে এটা দেখা হয়নি টাইগারভক্তদের। এর আগে জাতীয় দলে ডাক পান রনি তালুকদার ও লিটন দাস। এই দুই জনের পারফর্ম ভালো নয়। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে রাব্বির অভিষেক হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে একাদশ ঘোষণায় এই চমক যোগ করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ ম্যাচ বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার হলেও মর্যাদার দিক থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ইমরুল কায়েস। শেষ ম্যাচে তাকে অবশ্যই দলে রাখবে বিসিবি। অন্যদিকে ফর্মে রয়েছেন আলামিনও। অভিষেকের অপেক্ষায় থাকা এই আলরাউন্ডার সুযোগ পেলেও পেতে পারেন রিয়াদের যায়গায়। রিয়াদ দুই ওয়ানডেতে ১৩ রান করেছেন। অন্যদিকে অলরাউন্ডার হলেও বল হাতে নেয়া হয়নি তার। তবে রাব্বির অভিষেক এই ম্যাচে হয় কিনা সেটা হয়তো দেখার অপেক্ষায় এখন সবাই। ১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে