ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বিশ্ব কিংবদন্তিদের তালিকায় মাশরাফি
স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফির নেতৃত্বে একের পর এক জয়ের স্বাদ পাচ্ছে বাংলাদেশ। স্বীকার করে নিতে হবে বাংলাদেশ ক্রিকেটের এই জয়জয়কার অবস্থা তৈরিতে বিশাল অবদান রয়েছে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজার।
বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সুবাধে এবং টানা সাফল্যে এবার কিংবদন্তি ক্রিকেট অধিনায়কদের পাশে নাম লিখিয়েছেন টাইগার মাশরাফি। কমপক্ষে ১৫টি ওয়ানডে জিতিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে পুরো ক্যারিয়ারে ৭০ শতাংশ ম্যাচে জয় এনে দেয়া ইতিহাসের চার অধিনায়কের একজন মাশরাফি। এমনকি অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের জয়ের হারও ৭০ শতাংশে পৌঁছায়নি।
টানা হেরে যখন বাংলাদেশ দল অসহায়ের মত একজন সঠিক দলনেতা খুঁজছিলেন। ঠিক তখনই জাতির ঝান্ডা হাতে নিয়ে বিশ্ব চিনিয়ে দিলেন নতুন এক বাংলাদেশকে। গেল বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া, এর পর ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশ ভারত-পাকিস্তান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকাকে হোম সিরিজে হারানো। নিজেদের মাটিতে টানা পাঁচটি সিরিজের ট্রফি হাতে তোলা। বাংলাদেশকে এমন সাফল্যময় অধ্যায় উপহার দিয়ে অধিনায়ক নিজেও জড়িয়ে গেছেন এক গৌরবের রেকর্ডে। এখনো পর্যন্ত বাংলাদেশকে ২৭টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৯টিতেই জয় তুলে নিয়েছেন তিনি। সাফল্যের হার ৭০.৩৭ শতাংশ।
সাফল্যের হার বিবেচনা করলে মাশরাফি আছেন তালিকার চতুর্থ স্থানে। শীর্ষে আছেন কিংবদন্তিতুল্য অধিনায়ক ক্লাইভ লয়েড। সাফল্যের হার ৭৬.১৯ শতাংশ। এর পরেই রিকি পন্টিং (৭১.৭৪%) ও ক্রনিয়ে (৭১.৭৪%)। আর মাশরাফির পরেই জায়গা পেয়েছেন ক্লার্ক (৬৭.৫৭%)।
জয়-পরাজয়ের অনুপাত হিসেব করলেও মাশরাফি আছেন শীর্ষ পাঁচে। মাশরাফি ১৯ জয়ের বিপরীতে ৮টি ম্যাচে হেরেছেন। ফলে তাঁর জয় পরাজয়ের অনুপাত এখন ২.৩৭৫। এই তালিকায় সবার ওপরে আবারও লয়েড। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি অধিনায়কের জয় পরাজয়ের অনুপাত ৩.৫৫! তিনের ওপর অনুপাত আছে কেবল অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের অধিনায়ক পন্টিংয়ের। মাশরাফি এখন ক্লার্কের পেছনে থাকলেও জিম্বাবুয়েকে হারালেই তাঁর নেতৃত্বে জয়-পরাজয়ের অনুপাত হয়ে যাবে ২.৫। সামনে থাকবেন কেবল তিনজন।
মাশরাফির অধিনায়কত্বের আরেকটি মজার দিক দেখা যাচ্ছে পরিসংখ্যানে। দ্বিতীয় মেয়াদে নেতৃত্ব পাওয়ার পর তাঁর পরিসংখ্যানটি হলো ২১ ম্যাচে ১৭ জয়, ৪পরাজয়। অর্থাৎ এই এক বছরে মাশরাফির সাফল্যের হার ৮০.৯৫%! আর জয় পরাজয়ের অনুপাত ৪.২৫! যে অনুপাত দেখে খোদ লয়েডও ঈর্ষা করতে পারেন!
শীর্ষ পাঁচ অধিনায়কের তালিকা (কমপক্ষে ১৫টি ওয়ানডে জয়)
অধিনায়ক ম্যাচ জয় পরাজয় অনুপাত জয়ের হার
ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ) ৮৪ ৬৪ ১৮ ৩.৫৫ ৭৬.১৯%
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৩০ ১৬৫ ৫১ ৩.২৪ ৭১.৭৪%
হ্যান্সি ক্রনিয়ে(দক্ষিণ আফ্রিকা) ১৩৮ ৯৯ ৩৫ ২.৮৩ ৭১.৭৪%
মাশরাফি বিন মুর্তজা(বাংলাদেশ) ২৭ ১৯ ৮ ২.৩৭ ৭০.৩৭%
মাইকেল ক্লার্ক(অস্ট্রেলিয়া) ৭৪ ৫০ ২১ ২.৩৮ ৬৭.৫৭%
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�