বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০১:৫১:২১

টাইগারদের জিম্বাবুয়ে সিরিজে দলের বোঝা যারা, উপেক্ষিত কারা?

টাইগারদের জিম্বাবুয়ে সিরিজে দলের বোঝা যারা, উপেক্ষিত কারা?

স্পোর্টস ডেস্ক : তারা আশায় ছিলেন যে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে খেলবেন। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচেও সুযোগ হয়নি তাদের। প্রথম দুটি ম্যাচে বাজে ক্রিকেট খেলেন লিটন দাস। শেষ ম্যাচেও তাকে সুযোগ দিয়েছে বিসিবি। অন্যদিকে রিয়াদ প্রথম দুই ম্যাচে করেন মাত্র ১৩ রান। দুই ম্যাচ মিলিয়ে রিয়াদ করেন ৭ রান। এই দুই ম্যাচে দলের বোঝাই ছিলেন তারা। রিয়াদ বল করেননি তাই উইকেট নেয়ার প্রশ্ন আসে না। অন্যদিকে উইকেটের পেছনে ছিলেন মুশফিকুর রহিম। ধারনা করছিল শেষ ম্যাচে হয়তো এখানে পরিবর্তন আসবে। কিন্তু না কোনো পরিবর্তন আসেনি। আর বিসিবি ঘোষিত স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি দুই জন ক্রিকেটার। তারা হলেন, অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বি ও জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। গোটা সিরিজে উপেক্ষিত থেকেছেন তারা। এই কষ্ট কোথায় রাখবেন টাইগার রাব্বি-এনামুল? তাদের সামনে এখন সান্ত্বনার বাণী হিসাবে থাকছে টি-টোয়েন্টি। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখানে সুযোগ পেতে পারেন তারা। ওই ক্রিকেটারকে হয়তো শেষ বারের মত সুযোগ দিয়েছে বিসিবি। তৃতীয় ওয়ানডেতে তারা ভালো না করলে হয়তো মাসূল দিতে হবে এর। কেননা বিসিবি থেকে একবার বাদ পড়লে ফের অনেক কাঠখড় পুড়িয়ে দলে ফিরে আসতে হয়। এই চেষ্টায় এখনও ব্যর্থ রয়েছেন, সাবেক তারকা আবদুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস ও অলক কাপালি। ১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে