বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০২:৫৮:৩২

ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে নতুন হাওয়ার নেপথ্য কারণ

ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে নতুন হাওয়ার নেপথ্য কারণ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও ভারতের ক্রিকেট সম্পর্ক ফের নাটকীয়তায় যাচ্ছে। কতদিন থাকবে দুই দেশের বিরোধ? এই প্রশ্নটি চিন্তা করেই কি মত পাল্টিয়েছে ভারত? না অন্য কিছু আলোচনায় সে প্রসঙ্গ। এবার পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দুই দেশের সিরিজের সম্ভাব্য সময়সূচিও আসছে। একদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অন্যদিকে আইপিএল চেয়ারম্যান চান ক্রিকেট ইস্যুতে দুই দেশের মধ্যে কোনো বিরোধ না থাক। দীর্ঘদিন অবশ্য এই দুই সংগঠনও কঠোর ছিল পাকিস্তানের সাথে ক্রিকেট সম্পর্ক স্থাপনে। বাংলা ভাষায় একটি কথা রয়েছে যে,অল্প জোয়ারে নৌকা ঘাটে আসে না। এখানেও ঠিক তাই হয়েছে। পাকিস্তান ভারতের সাথে সিরিজ না খেললে আর্থিক সংকটে পড়ে। অন্যদিকে ভারতের মাথা ব্যথাও কম নয়। নিরাপত্ত্বা ইস্যুতে প্রশ্ন তুলে পাকিস্তান কয়েকদিন আগে বলে যে, এশিয়াকাপ ভারতের মাটিতে হলে অংশ নেবে না পাকিস্তান। পরে এশিয়াকাপ বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসি এই বিষয়টির সুরাহা করে। নিরাপত্ত্বা প্রশ্নে ইদানিং বেশ ইমেজ সংকটে ভারত। আর এমন সময়ই ঘুরে দাঁড়ায় ভারত। তারা এখন পাকিস্তানকে নিজ দেশে সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানায়। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানান, আমরা চাই পাকিস্তান আমাদের দেশের মাটিতে খেলতে আসুক। ভারতের মাটিতে ক্রিকেট খেলা নিরাপদ এটা এশিয়াকাপের আগেই এই সিরিজের মাধ্যমে প্রমাণ করতে চায় ভারত। ১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে