কায়েসের বিদায়, তামিম-মুশফিকের ব্যাটিংয়ে ভালো স্কোরের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: শুরুতে কিছুটা ধীর গতিতে রান তুললেও ওভার বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ো গতিতে ব্যাট চালাতে দেখা যায় দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে। তাই নিঃসন্দেহে বলা যায় দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাধে ভালো স্কোরের আবাস পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৭৬ রান করার পর তৃতীয় ম্যাচেও ক্যারিয়ারের ১২ তম অর্ধশতক তুলে নিলেন নেন ইমরুল কায়েস। এর কিছুক্ষন পরই সে পথে হাটেঁন তামিম ইকবাল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫২ রান। ইমরুল ব্যক্তিগত ৭৩ রান তুলে দলকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে সাজ ঘরে ফিরেন।
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মাশরাফি।
বর্তমানের মাঠে রয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের একাদশ :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তাউরাই মুজারাবানি, চামু চিবাবা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�