জীবন বাঁচাতে আইসিসির কাছে আম্পায়ারদের নতুন দাবি
স্পোর্টস ডেস্ক : আইসিসির কাছে নতুন একটি দাবি জানিয়েছে আম্পায়াররা। দুর্ঘটনা থেকে জীবন বাঁচাতেই আইসিসির কাছে এই নতুন দাবি জানিয়েছে তারা।
এই বিষয়টির রহস্য খুবই করুণ। খেলার মাঠের দুর্ঘটনা অনেকেরই প্রাণ কেড়ে নিয়েছে। কয়েক মাস আগে আম্পায়ার হিলেল অস্কার মারা যান খেলার মাঠে আহত হয়ে।
তার মাথায় বল আঘাত হেনেছিল। ২০০১ সালে ঘটে আর একটি বেদনাদায়ক ঘটনা। তখন একটি ম্যাচে আম্পায়ারিং করার সময় বল লেগে পাঁচটি দাঁত পড়ে গিয়েছিল ওয়েন্টজেলের। অস্ত্রোপচার করতে খরচ হয়েছিল ৪৪ হাজার ডলার।
আম্পায়ারদের নিয়ে এই নতুন দাবি তুললেন তিনি। তিনি যুক্তি দেখান যে, এখন অনেক ভারি ব্যাট ব্যবহার করা হয়। বল অনেক জোরে আসে। তাই শুধু ব্যাটসম্যান নয় আম্পায়ারদেরও হেলমেট পড়ার আইন করার জন্য আহ্বান জানান তিনি।
১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�