বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৪:২২:২৪

আজও ব্যর্থ লিটন দাস

আজও ব্যর্থ লিটন দাস

স্পোর্টস ডেস্ক: টপ অর্ডারদের শুভ সূচনায় বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা ধারণা করে নিয়েছে হয়তো বড় স্কোর করতে যাচ্ছে বাংলাদেশ। সত্যিকার অর্থে সিরিজের তৃতীয় ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরা দলের জন্য ভালোই রান উপহার দিয়েছে। পরে তিন ব্যাটসম্যান তামিম-মুশফিক-ইমরুলের বিদায়েরর পর ব্যাটিং দায়িত্বটা এসে পড়ে লিটন দাস-নাসির হোসেন ও মাহমুদুল্লাহর ওপর। কিন্তু তিন ম্যাচ সিরিজের গত দু’ম্যাচের মত আজও নিজেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিটন কুমার দাস। ইনিংসের ৪৩ তম ওভারে গ্রেহাম ক্রেমারের বলে ক্যাচ তুলে দিয়ে ২২ বলে ১৭ রান তুলে সাজ ঘরে ফিরেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৩৬। প্রসঙ্গগত, দু’ম্যাচে ব্যর্থ হওয়া লিটন দাসকে নিয়ে অনেক গুঞ্জন উঠলেও সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট আবারো দেখা যায় তাকে। বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের একাদশ : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তাউরাই মুজারাবানি, চামু চিবাবা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস। ১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে