অল্পের জন্য ইতিহাস গড়তে পারলেন না তামিম-ইমরুল, এখন শুধু আক্ষেপ!
স্পোর্টস ডেস্ক : কাছাকাছি গিয়েছিলেন তারা। কিন্তু অল্পের জন্য ইতিহাসের সাক্ষী হতে পারলেন না তামিম ইকবাল ও ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ।
তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জুটি যাচ্ছিল রেকর্ড গড়ার দিকে। কিন্তু কাছাকাছি গিয়েই থেমে যায়। ১৯৯৯ সালে ওপেনিং জুটিতে যে রেকর্ড করেন দুই ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপি সেটা এখনো দেশের ক্রিকেটে রেকর্ড হয়ে আছে।
বাংলাদেশের সেরা ওপেনিং জুটি তাদের। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রানের জুটি গড়েন এই দুই জন। বুধবার তামিম-ইমরুল ১৪৭ রানের ওপেনিং জুটি গড়েন।
এই জুটিতে দুই জনেই হাফ সেঞ্চুরি পান। পরে তামিমকে রেখে ব্যক্তিগত ৭৩ রানে আউট হন ইমরুল কায়েস। স্ট্যাম্পিং হয়ে বিদায় নেন ইমরুল। এই জুটি আর ২৩ রান যোগ করতে পারলেই দেশের ক্রিকেট যোগ হত একটি নতুন রেকর্ড। এখন শুধুই আক্ষেপ তাদের।
ক্রিকেটে বাংলাদেশের যাত্রালগ্ন থেকে করা ওই রেকর্ডটি হয়তো আরো দীর্ঘদিন নথিপত্রে সাক্ষী হয়ে থাকবে।
১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর