বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৫:১৩:৩৬

বিশ্বকে চমকে দিয়ে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

বিশ্বকে চমকে দিয়ে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। দলের হয়ে ঝড়ো সূচনা আর নান্দনিক ব্যাটিংকে নিজের ট্রেডমার্ক বানিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন তিনি। এবার বাংলাদেশ দলের এই ড্যাশিং ব্যাটসম্যান জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচে এক অসাধারণ কীর্তি গড়েছেন। কোন নির্দিষ্ট স্টেডিয়ামে ২০০০-এর বেশি রান করে বিশ্বসেরা ছয় ব্যাটসম্যানের নামের পাশে নিজের নামটি লেখালেন তামিম ইকবাল। ক্রিকেট ইতিহাসে বুধবারের আগ পর্যন্ত এই তালিকায় ছিলেন ছ’জন বিশ্ব কিংবদন্তি খেলোয়াড়। তারা হলেন – সনাৎ জয়সুরিয়া, ইনজামাম উল হক, সাঈদ আনোয়ার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও তিন ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে এক নাম্বারে থাকা সাকিব আল হাসান। সাকিবের পর এবার এই তালিকায় দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যোগ হলেন তামিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন তিনি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসে দশম ওভারে জিম্বাবুয়েন পেসার লুক জোঙ্গের করা শেষ বলটা কভার দিয়ে বাইন্ডারির বাইরে পাঠিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। মিরপুরে আগে থেকেই তামিম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।এবার তিনি চলে এলেন এই তালিকার শীর্ষে। ১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে