বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৫:৪৩:০১

ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে একবুক কষ্ট নিয়ে যা বললেন ইউনুস খান

ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে একবুক কষ্ট নিয়ে যা বললেন ইউনুস খান

স্পোর্টস ডেস্ক : রঙ্গিন জার্সিতে আর মাঠে দেখা যাবে না পাকিস্তানের গ্রেট ক্রিকেটার ইউনুস খানকে। ওয়ানডে ক্রিকেট থেকে চিরতরে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার আবু ধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচই হতে যাচ্ছে ইউনুসের শেষ ওয়ান ডে ম্যাচ। টি-টোয়েন্টি থেকে দূরে থাকা ইউনুস খান এবার বিদায় দিচ্ছেন ওয়ানডে ক্রিকেটকে। ইংল্যান্ডের বিপক্ষে জীবনের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামার আগে তিনি এক বুক কষ্ট নিয়ে বলেন, ‘আমি ভাগ্যবান যে সাহসের সাথে এখন অবসরের সিদ্ধান্তটা নিজে নিতে পেরেছি। এই সিদ্ধান্ত নেয়াটা তার বেশ কঠিন ছিল বলে উল্লেখ করেন ইউনুস খান। টেস্টে দারুণ খেলার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দলে ডাক পান ইউনুস খান। তবে শেষ ওয়ানডে ম্যাচই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। টেস্টে ৯ হাজারের বেশি রান করা ইউনুস খান ওয়ানডেতেও উজ্জ্বল। ২৬৫টি ওয়ান ডে খেলে সাতটি সেঞ্চুরি-সহ ৭,২৪০ রান করেছেন তিনি। বিদায় নেয়া সম্পর্কে পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান বলেন, তার বন্ধু ও পরিবারের সঙ্গে কথা বলে অবসরের সিদ্ধান্তটা নিয়েছি। আমি পাকিস্তানকে অনেক ম্যাচ জেতাতে পারায় বেশ খুশি। প্রসঙ্গত, ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও এখনো টেস্ট খেলা চালিয়ে যেতে চান তিনি। টেস্টে হয়তো দশ হাজারের বেশি রান করে অবসরে যাবেন ইউনুস খান। ১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে