শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৭:২৯:৩৪

স্থানীয় ক্রিকেটারদের জন্য আসছে ভিন্নভাবে টি-টোয়েন্টি

স্থানীয় ক্রিকেটারদের জন্য আসছে ভিন্নভাবে টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক: বিপিএলের আসরে পাঁচজন করে বিদেশী খেলোয়াড় খেলানোর নিয়ম থাকায় স্থানীয় অনেক ক্রিকেটারই বিপিএলে খেলার সুযোগ পাচ্ছে না। সে জন্য তাদের মনে অসন্তুষ্টি রয়েছে। অণ্যদিকে যারা খেলার জন্য সুযোগ পাচ্ছেন তাদের পারফরম্যান্সও খুব একটা ভালো না।  বিপিএল গভর্নিং কাউন্সিল সেজন্য স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি সামর্থন বাড়ানোর জন্য নতুন করে চিন্তা ভাবনা করছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক এ প্রসঙ্গে বলেন, আমরা আগামী মৌসুমে বিপিএলের পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার জন্য চিন্তা ভাবনা করছি।  আর তা বিপিএলের দল নিয়েই হওয়ার সম্ভাবনা রয়েছে।  

কিংবা নতুন করে অঅবার চার বা পা৭চটি দল নিয়েও এই টুর্নামেন্টের অঅয়োজন করা যেতে পারে। মোবাইল ফোনে তিনি আরো বলেন, স্থানীয় খেলোয়াড়রা বিপিএলের আসরে ভালো করছে না।এটা খুবই চিন্তার বিষয়।

সেজন্য আমরা তাদের টি-টোয়েন্টিার সামর্থন বাড়ানোর জন্য কেবল স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আগামী মৌসুমে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার জন পরিকল্পনা করছি।  তবে এটি এমন একটা সময়ে আয়োজন করা হবে, সেখানে যেনো জাতীয় দলের খেলোয়াড়রাও অংশগ্রহণ করতে পারেন।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে