শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৭:৪১:১৩

আগমনী বার্তা দিলেন তরুণ জাকির হাসান

আগমনী বার্তা দিলেন তরুণ জাকির হাসান

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটের যারা খুব বেশি খোঁজ খবর রাখেন জাকির হাসান নামটা তাদের কাছে অপরিচিত হওয়ার কথা নয়। বয়সভিত্তিক দলে নিয়মিত খেলেছেন।
এর আগে ১০ টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ রান ছিল ৯। সেই জাকির হোসেন আজ প্রথমবার বিপিএলে নেমে বিধ্বংসী ইনিংসে বড় জয় এনে দিলেন রাজশাহী কিংসকে।

বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়ানোর পর সম্প্রতি হাই পারফরম্যান্স দল ও বাংলাদেশ ‘এ’ দলে খেলেছেন ১৯ বছর বয়সী এই তরুণ। আজ বিপিএলের মঞ্চে তার অপরাজিত ২৬ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারিতে ৫১ রানের ইনিংসে সিলেট সিক্সার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী। এছাড়া মুমিনুল হকের অবদানও অস্বীকার করার সুযোগ নেই।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে দলের সবাইকে ধন্যবাদ জানান জাকির। রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, ড্যারেন স্যামির মত আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলতে পেরে দারুণ খুশি এই তরুণ। এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন তার লক্ষ্য।
না, জাকিরের আসল লক্ষ্যটা কিন্তু আরও বড়- জাতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগমনী বার্তাই হয়তো আজ দিয়ে রাখলেন তিনি।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে