বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৬:৫১:১০

‘জীবন বাজি নিয়ে মেসিকে খেলতে বারণ’

‘জীবন বাজি নিয়ে মেসিকে খেলতে বারণ’

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে লিওলেন মেসিকে খেলতে বারণ করলেন আর্জেন্টিনার জাতীয় দলের চিকিৎসক হোমেরো দে অ্যাগস্তিনো। তিনি সাফ জানিয়ে দিলেন ২৮ বছর বয়সী সুপারস্টার যদি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলেন তাহলে নিজের ক্যারিয়ারকে বাজি রেখেই মাঠে নামতে হবে তাকে। এক সাক্ষাৎকারে হোমেরো জানান, মেসির এল ক্লাসিকোয় খেলা উচিত হবে না। এতে ওর চোট আরও বেড়ে যেতে পারে। আশা করি এনরিকে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এমন কাউকে খেলাবে না যে কিনা সবেমাত্র ফিট হচ্ছে। জোর করে এই ম্যাচে খেলতে নামলে চারবারের ব্যালন ডি অ’র জয়ী খেলোয়াড়টি আরও বড় চোটের কবলে পড়তে পারেন। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর বার্সার হয়ে পালমাসের বিরুদ্ধে লা লিগার ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই বার্সেলোনা দল, কর্মকর্তা ও সমর্থকদের প্রধান চিন্তা এটাই ছিল এল ক্লাসিকোতে তাদের সেরা খেলোয়াড় খেলবেন কিনা। ১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে