শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৮:৪৮:০২

এক বছর পর ১ উইকেট পেলেন কে এই হতভাগা বোলার?

এক বছর পর ১ উইকেট পেলেন কে এই হতভাগা বোলার?

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সকল পেসারদের সবচেয়ে প্রধান শত্রু কী? এক কথায় জবাব হবে- ইনজুরি। এই ইনজুরিই দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে রেখেছিল প্রোটিয়া গতিদানব ডেল স্টেইনকে।

মিস করেছেন অনেক সিরিজ। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষেও হোম সিরিজ খেলতে পারেননি। পারলে টাইগারদের অবস্থা আরও করুণ হত তা বলাই বাহুল্য।

অবশেষে কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে এক বছর পর আবারো ক্রিকেট মাঠে ফিরলেন এই ডানহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর রাম স্ল্যামে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাঠে নামেন তিনি। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে বল হাতে ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন স্টেইন। ম্যাচে তার দল টাইটানসও ৩৮ রানে জয় পায়।

২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন স্টেইন। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ টেস্টের প্রথম ইনিংসে বোলিং করার সময় কাঁধে ব্যথা পান তিনি।
এরপর আর ঐ সিরিজে খেলতে পারেননি ৮৫ টেস্টে ৪১৭, ১১৬ ওয়ানডেতে ১৮০ ও ৪২ টি-২০ ম্যাচে ৫৮ উইকেটের মালিক স্টেইন।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে