শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৮:৫৭:০২

খুলনাকে ১৬১ রানের চ্যালেঞ্জ চিটাগংয়ের

খুলনাকে ১৬১ রানের চ্যালেঞ্জ চিটাগংয়ের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে খুলনা টাইটানসকে ১৬১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে চিটাগং ভাইকিংস। মিরপুরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে চিটাগং। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন এনামুল হক।

শুরুতেই সাজঘরে ফিরেন লুক রনকি। দ্বিতীয় উইকেটে বড়সড় জুটি গড়েন সৌম্য সরকার ও এনামুল হক। দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৯৫ রান। ব্যক্তিগত ৩২ রান করে সৌম্য আউট হলেও অপরপ্রান্তে থাকা এনামুল খানিকটা সময় লড়ে যান। শেষ পর্যন্ত ৪৭ বলে ৫ চার ৩ ছয়ে ৬২ রান উপহার দেন এনামুল।

স্লগ ওভারে স্টিয়ান ব্যান জিল আর আফগান খেলোয়াড় নাজিবুল্লাহ জাদরান চার-ছক্কার ঝলক দেখিয়ে চিটাগংকে এনে দেন লড়াকু সংগ্রহ। চিটাগংয়ের পতন হওয়া পাঁচ উইকেটের মধ্যে ২৬ রান দিয়ে ৩টি উইকেট ঝুলিতে পুরেছেন আবু জায়েদ। খালি হাতে ফেরেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি একজন রান আউটের ফাঁদে পড়েন।

সংক্ষিপ্ত স্কোর: চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬০/৫ (লুক রনকি ৩, সৌম্য সরকার ৩২, এনামুল হক বিজয় ৬২, সিকান্দার রাজা ০, নাজিবুল্লাহ জাদরান ২৪, স্টিয়ান ব্যান জিল ২৩*, ক্রিস জর্ডান ১*; মাহমুদউল্লাহ ১/২২, আবু জায়েদ ৩/২৬)।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে