বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৭:২০:১১

জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ হলে বাংলাদেশ কোথায় থাকবে?

জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ হলে বাংলাদেশ কোথায় থাকবে?

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারিয়ে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ফলে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। মাশরাফিদের ছুয়ে দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে শুরুতে ৪ উইকেট হারিয়ে উইলিয়ামস চিগুম্বুরাকে সঙ্গে নিয়ে ঘুরে দাড়ানো চেষ্টা করছেন। শেষে খবর পাওয়া পর্যন্ত ২৬ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৪১ রান।এ ম্যাচ জিততে পারলে টানা দ্বিতীয়বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল সফরকারীরা। চলতি বছরে ঘরের মাঠে গত তিন সিরিজে পাকিস্তান (৩-০), ভারত (২-১) এবং দক্ষিণ আফ্রিকাকে (২-১) হারায় টাইগাররা। বুধবার ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাবে মাত্র ১ পয়েন্ট। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন ৯৬ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। ৪৬ পয়েন্ট নিয়ে দশে আছে জিম্বাবুয়ে। র‌্যাঙ্কিংয়ে এত নিচের দলের সঙ্গে খেলা বলেই এই সিরিজ থেকে বাংলাদেশের পাওয়ার আছে সামান্যই। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ১০০ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ইংল্যান্ডকে স্পর্শ করতে পারবে না বাংলাদেশ। তবে যদি উল্টোটা হতো, অর্থাৎ হারলে বাংলাদেশকে দিতে হতো অনেক বড় খেসারত। সেক্ষেত্রে বাংলাদেশ হারাত ৮ পয়েন্ট। ৮৮ পয়েন্ট নিয়ে তখন র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমে যেত বাংলাদেশ, থাকত পাকিস্তানের পেছনে। ১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে