টাইগারদের অদ্ভুত এক রেকর্ডের সাক্ষী হলেন গ্যালারির দর্শকরা
স্পোর্টস ডেস্ক: আজ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের অদ্ভুত এক রেকর্ডের সাক্ষী হয়ে গেল গ্যালারি দর্শকরা। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানের আউট হওয়ার ধরণটা একই।
আর এর মধ্য দিয়ে এবারই প্রথম কোন একই ইনিংসের প্রথম তিন ব্যাটসম্যান স্ট্যাম্পিংয়ে শিকার হয়ে সাজঘরে ফিরলেন। আর অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে রইলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
ইনিংসে তিনজন স্ট্যাম্পিং হয়েছে এমন ঘটনা দেখা গেছে তিনবার। আর এর চেয়ে বেশি সংখ্যক ব্যাটসম্যান এক ইনিংসে আগে কখনও স্ট্যাম্পিংয়ের শিকার হন নি। বাংলাদেশের এই ম্যাচ সহ মোট ১৬ ইনিংসে তিনজন স্ট্যাম্পিং আউট হওয়ার ঘটনা ঘটেছে।
ঠিক এর আগের ম্যাচেও অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসে যে নয়টি উইকেটের পতন ঘটেছিল তার সবগুলোই ছিল ক্যাচ আউট। বাংলাদেশের ক্রিকেটে এই ঘটনা আগে না ঘটলেও ওয়ানডেতে ক্রিকেট বিশ্ব এর আগেও এই ঘটনা দেখা গেছে।
এক ইনিংসে এর চেয়ে বেশি ব্যাটসম্যান মানে মোট ১০ জন ব্যাটসম্যান ক্যাচ আউট হওয়ার ঘটনাও ঘটেছে ১৯ বার; তবে সেখানে বাংলাদেশের নাম ছিল না।
১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ৪/আল-আমিন/এএস