শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ১২:৫৪:১১

এখানো পায়ে বোমার সেই স্প্লিন্টার নিয়েও মাঠে দাপটের সঙ্গে লড়ে যাচ্ছেন এই ক্রিকেটার

এখানো পায়ে বোমার সেই স্প্লিন্টার নিয়েও মাঠে দাপটের সঙ্গে লড়ে যাচ্ছেন এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে মর্মান্তিক একটি ঘটনা এটি। ২০০৯ সালের ৩ মার্চ পাকিস্তানে ঘটে এ ঘটনাটি। আর এ ঘটনার শিকার হয়েছিল টিম শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টের তৃতীয় দিন মাঠে খেলতে বাসে করে গাদ্দাফি স্টেডিয়ামের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা দল।

কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসটি স্টেডিয়ামের মোড়ে পৌঁছাতেই সেই বাসকে লক্ষ্য করে হামলা চালায় একদল সন্ত্রাসী।  আর ওই হামলায় লঙ্কান ক্রিকেটারদের মধ্যে আহত হন ছয় জন।  তাদের মধ্যে একজন হলেন সুরঙ্গ লাকমাল।

সেই হামলায় বিস্ফোরিত বোমার স্প্লিন্টার লাকমলের বাম পায়ে গেঁথে যায়।  যা এখনো বের করা সম্ভব হয়নি তার পা থেকে।  কিন্তু পায়ে বোমার স্প্লিন্টার নিয়েই ক্রিকেট মাঠে দাপটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন এই লঙ্কান ডানহাতি পেসার।

চলতি ভারতের বিপক্ষে টেস্টে এক রেকর্ডও গড়েন তিনি।  ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনই ছয় ওভারে কোনও রান খরচ না করে নিয়েছেন তিন উইকেট।  তবে দ্বিতীয় দিন উইকেট না নিলেও ৪৬টি ডট বল দিয়ে রেকর্ড গড়েছেন এই লঙ্কান ডানহাতি পেসার।  
১৮ নভেম্বর ২০১৭/হাবিব/এইচআর/এমটিনিউজ২৪.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে