জিম্বাবুয়েকে আবারও বাংলাওয়াশ
স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো আবার টাইগারদের কাছে বাংলাওয়াশ হল জিম্বাবুয়ে। সিরিজের শেষ ওয়ানডেও জিতে জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে ৬১ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এর আগে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ৫-০ তে সিরিজ হেরেছিল সফরকারীরা। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়েকে টানা দু’বার হোয়াইটওয়াশ করার কীর্তি গড়েছিল টাইগাররা।
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ৫-০ তে সিরিজ হেরেছিল সফরকারীরা। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়েকে টানা দু’বার হোয়াইটওয়াশ করার কীর্তি গড়েছিল টাইগাররা।
বুধবার টাইগারদের দেওয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১৫ রানেই অলআউট হয়ে যায় চিগাম্বুরার জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে পাঁচ উইকেট নিয়ে একাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ২৭৬ রান।
ইনিংসের শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্বাগতিকদের বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১৪৭ রানের উদ্বোধনী জুটির পর দু’জনই আউট হয়েছেন ব্যক্তিগত ৭৩ রানে। এর মধ্যে ইমরুল কায়েস ৬ চার ও ৪ ছক্কায় এবং তামিম ইকবাল ৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন।
পরে মাহমুদউল্লাহ রিয়াদ ৪০ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন, ৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে রান আউটে। এছাড়া মুশফিকুর রহিম ২৮, লিটন দাশ ১৭ ও অধিনায়ক মাশরাফি ১৬ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে জোঙ্গউই ও ক্রেমার ২টি করে উইকেট নিয়েছেন।
১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস