টাইগারদের গর্জনে জিম্বাবুয়ে তছনছ
স্পোর্টস ডেস্ক : টাইগারদের টানা দ্বিতীয়বারের গর্জনে তছনছ হয়ে গেল জিম্বাবুয়ে। শত চেষ্টা করেও টাইগারদের গর্জন থামাতে পারেনি সফরকারীরা। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ৫-০ তে সিরিজ হেরেছিল সফরকারীরা। এ বছর দেশের মাটিতে গত তিনটি সিরিজে পাকিস্তান (৩-০), ভারত (২-১) ও দক্ষিণ আফ্রিকাকে (২-১) হারায় টাইগাররা।
বুধবার তৃতীয় ওয়ানডেতে ৬১ রানে জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে।
৪১তম ওভারে বল হাতে জোড়া আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। পর পর দুই বলে সিকান্দার রাজা ও জংওয়ের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান বাংলাদেশের এ পেস বোলিং সেনসেশন।
৪১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ পৌঁছে ২০৭/৮-এ। দলীয় ৪৭ রানে তিন উইকেট খোয়ায় জিম্বাবুয়ে। তবে চতুর্থ উইকেটে ৮০ রানের জুটিতে জিম্বাবুয়ের ইনিংস সামাল দেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা ও শন উইলিয়ামস।
টাইগারদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন সাব্বির রহমান। ব্যক্তিগত ৪৫ রানে বোল্ড আউট হন চিগুম্বুরা। এতে ২৪ ওবর শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১২৯/৪-এ। এর আগে জিম্বাবুয়ের ওয়ানডাউন ব্যাটসম্যান ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠান অফ স্পিন তারকা নাসির হোসেন।
বল হাতে জিম্বাবুয়েকে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হানেন বাংলাদেশের এ তরুণ পেসার। ইনিংসের একবারে প্রথম বলে বাউন্ডারি হাঁকান জিম্বাবুয়ে ওপেনার চামু চিভাভা। দ্বিতীয় বলে হন পরিষ্কার বোল্ড আউট। ৬.৫তম ওভারে ফের আঘাত হানেন মুস্তাফিজ। দলীয় ৪৩ রানে মিস্তাফিজের শিকার জিম্বাবুয়ের অপর ওপেনার রেগিস চাকাভা।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের সামনে ২৭৮ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা টস জিতে ৯ উইকেটে ২৭৭ রান করেছে। এদিন সূচনাটা দারুণ করে বাংলাদেশ। ২ উইকেটে ১৯০ রান তুলে ফেলে। কিন্তু এরপর হঠাৎ ছন্দপতনে ৩৬ রানের মধ্যে আরো ৪ উইকেট হারায় তারা।
২২৬ রানের মাথায় দাঁড়িয়ে ফেরেন সাব্বির রহমান ও নাসির হোসেন। তবে ৫ নম্বরে নেমে ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। এর আগে উদ্বোধনী জুটির দুই ব্যাটসম্যানই ফিফটি তুলে নেয়। তামিম ইকবাল ও ইমরুল কায়েস দু’জনই ৭৩ রানে ফেরেন। উদ্বোধনী জুটিতে তারা ১৪৭ রান যোগ করেন। মুশফিক ২৮ ও লিটন দাস ১৭ রান করেন। আর মাশরাফি ১১ বলে ১৬ রান করেন।
আগের দুই ওয়ানডেতে ১৪৫ ও ৫৮ রানে জিতে টানা পাঁচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। কন্যাসন্তানের বাবা হওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন না বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বদলে ছিলেন ইমরুল কায়েস।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধি:), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল
চামু চিভাভা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা (অধি:), লুক জঙ্গু, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি ও ম্যালকম ওয়ালার।
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�