শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ১১:৫৬:২৫

৩ গোলে দুর্দান্ত জয় পেল মেসির বার্সেলোনা

৩ গোলে দুর্দান্ত জয় পেল মেসির বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক  :  সুয়ারেসের জোড়া গোলে লা লিগায় ৩-০ তে লেহানেসের মাঠে কঠিন ম্যাচটি সহজে খেলেই দুর্দান্ত জয় পেল মেসির বার্সেলোনা। এই জয়ে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা।  তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্টে দুই নম্বরে ভ্যালেন্সিয়া।  বার্সার চেয়ে ১১ পয়েন্ট পেছনে থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে এদিন।

দুই দলের লড়াইয়ে গোলমুখে প্রথম শর্ট নেয় বার্সেলোনা।  ৭ মিনিটে ডানদিক থেকে ব্যাকপোস্টে পাকো অ্যালকাসেরের পাস পান সুয়ারেস।  তার ডানপায়ের শট ব্যর্থ হয় ডিফেন্ডারদের প্রতিরোধে।  ২০ মিনিটে নর্ডিন আম্রাব্যাটের চমৎকার প্রচেষ্টা বার্সার রক্ষণে দাঁড়ানো ইভান রাকিতিচ ও জেরার্দ পিকেকে ফাঁকি দিলেও বল চলে যায় বেশ উঁচু দিয়ে।  স্বস্তির নিশ্বাস ফেলে সফরকারীরা।  লিওনেল মেসি পান তার প্রথম সুযোগ ২৪ মিনিটে।  কিন্তু তার ডানপায়ের শট বাঁক খেয়ে গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ২৬ মিনিটে লক্ষ্যে আরেকটি শট নেয় লেহানেস।  আম্রাব্যাটের পাস থেকে গ্র্যাব্রিয়েল পায়ার্সের বাঁপায়ের শট চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে।  কয়েকটি পাল্টা আক্রমণের শিকার হওয়া বার্সা স্বস্তিতে ফেরে ২৮ মিনিটে।  আলকাসেরের ক্রস থেকে তাদের এগিয়ে দেন সুয়ারেস।

অবশ্য প্রথম গোল খেয়েও হতাশায় ডুবে থাকেনি লেহানেস।  স্বাগতিকরা ৩৪ ও ৩৫ মিনিটে দুটি সুযোগ পায়, বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন দুইবারই ঠেকিয়ে দেন আলেক্সান্দার শিমানোভস্কি ও আমব্র্যাটকে।  বিরতিতে যাওয়ার ঠিক আগে বার্সার গোলপোস্টের সামনে দাঁড়ানো শিমানোভস্কি সঠিক সময়ে হেড নিতে পারেনি।  তাই সমতা ফেরাতে না পারার হতাশা নিয়ে বিরতিতে যায় লেহানেস।   

দ্বিতীয়ার্ধের ম্যাচঘড়ি ৭ মিনিট না পার হতে দারুণ এক সুযোগ আসে লেহানেসের।  আমব্র্যাটের চমৎকার পাসে বার্সার রক্ষণভাগকে পেছনে ফেলে বল পান বিয়াভিউ।  টের স্টেগেনকে একা পেয়েও সময়মতো শট না নেওয়ায় দলকে সমতায় ফেরাতে পারেননি তিনি। 

লেহানেস যখন শক্ত করে চেপে ধরেছে কাতালানদের, তখন আবারও সুয়ারেস স্বস্তি ফেরান দলে।  আলকাসেরের ভলি স্বাগতিক গোলরক্ষক কুয়েলার ঠেকাতে গিয়ে সরাসরি উরুগুয়ান স্ট্রাইকারের দিকে ঠেলে দেন।  ডানপায়ের দুর্দান্ত শটে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন সুয়ারেস।  শেষমুহূর্তে মেসির বানানো বলে দলের তৃতীয় গোল করেন পাউলিনিয়ো।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে