কাইট্টা ছিল্লা লবণ লাগাইয়া দিলেন কাটার মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক : কাইট্টা ছিল্লা লবণ লাগাইয়া দিলেন কাটার মুস্তাফিজ। বুধবারের দুর্দান্ত মুস্তাফিজ সত্যিকারের মুস্তাফিজ হয়ে উঠলেন।
১ম ম্যাচের পর হালকা গুঞ্জন শোনা গেলেও সাকিব পাঁচ উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু মুস্তাফিজের? ভারত-দক্ষিণ আফ্রিকাকে একা হাতে বধ করলেন, কিন্তু জিম্বাবুয়ের সাথেই উইকেটশূন্য মুস্তাফিজ?
কোনো প্রশ্নই উঠতে দেননি মুস্তাফিজ। ২য় ম্যাচে আগের রূপে ফেরার আভাস রেখেছিলেন ৩টি উইকেট নিয়ে। সত্যিকারের মুস্তাফিজ হয়ে উঠলেন বুধবার, ৩য় ওয়ানডেতে, একা হাতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেন ৫ উইকেট তুলে।
আবার সেই দুর্ধর্ষ কাটার, স্লোয়ার, ভ্যারিয়েশান দিয়ে চোখে অন্ধকার দেখালেন জিম্বাবুইয়ানদের। ৬১ রানের জয় তুলে নিয়ে নিশ্চিত করলেন আরেকটি বাংলাওয়াশ। এবারের শিকার জিম্বাবুয়ে।
প্রথমে ইমরুল-তামিম, আর পরবর্তীতে মাহমুদুল্লাহর অসাধারণ ফিফটিতে ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। বোলিংয়ের শুরু থেকে জিম্বাবুইয়ানদের ব্যাটিংয়ে ত্রাস ছড়াতে থাকেন মুস্তাফিজ।
প্রথমেই দুই উইকেট তুলে চাপে ফেলে দেন জিম্বাবুয়েকে। এরপর উইলিয়ামস, চিগাম্বুরা ও ওয়ালার কিছু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও মুস্তাফিজ আর বাকি বোলারদের সামনে খুব বেশিক্ষণ টিকতে পারেনি।
মাত্র ২১৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে ৬১ রানের আরো একটি বড় জয় পায় বাংলাদেশ। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার খেতাব জিতেন মুস্তাফিজ। এ ম্যাচে ৫ উইকেট নিয়ে মাত্র ৯ ম্যাচেই তিন তিনবার এই কৃতিত্ব দেখালেন মুস্তাফিজ।
এই ম্যাচে জয়ের মধ্যদিয়ে বছরে ১৭ ম্যাচে ১২টি জয় নিয়ে ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ বছর পার করলেন বাংলার টাইগাররা।
স্কোর :
বাংলাদেশ, ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ৭৩, ইমরুল ৭৩, মাহমুদুল্লাহ ৫২, মুশফিক ২৮, জংগুই ২/৫০)
জিম্বাবুয়ে, ৪৩.৩ ওভারে ২১৫ (উইলিয়ামস ৬৪, মুস্তাফিজ ৫/৩৪, সাব্বির ১/১২)
ফলাফল :
বাংলাদেশ ৬১ রানে জয়ী। (সিরিজে ৩-০ ব্যবধানে)
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�