রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৮:৪৩:০৭

'মাঠে নামার আগেও আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম'

'মাঠে নামার আগেও আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম'

স্পোর্টস ডেস্ক : গেইল-ম্যাককালামদের সামনে বল করবেন তরুণ স্পিনার মেহেদি হাসান।  এই পরিকল্পনাটি ছিলো কুমিল্লা কোচ সালাহউদ্দিনের।  আর সেটা তিনি আগেই জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকে।  আর টিম ম্যানেজমেন্ট রাজিও হয়ে গেল।  আর সেটার সফলতা পেল কুমিল্লা দল।   প্রথমেই মেহেদি তুলে নিলেন ব্রেন্ডনের উইকেট।  গেইলের উইকেট পেলেন না আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারনে।

আর সংবাদ সম্মেলনে এসে মেহেদী বলেন ,‘গত দুইদিন ধরে শুনছিলাম ম্যাচটা আমি খেলব।  ঘুম আসছিল না।  গেইল-ম্যাককালাম সামনে! মাঠে নামার আগে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম।  ওরা শুধু ছয়-চারই মারে।  সকালে স্যারকে (কোচ) বলছিলাম, ওরা তো ছয়-চারই মারে।  কোচ বলল, তাহলে তোর খেলা লাগবে না।  বললাম, আমি পারব। ’

মেহেদী আরো বলেন ,'গেইলের পায়ে লাগে।  আসলে ক্লোজ কল ছিল।  আম্পায়ার হয়তবা মিসটেক করেছে।  যাই হোক।  গেইলের মতো উইকেট পাওয়া তো বড় বিষয়ই ছিল। চার ওভারে ২০ রানের কম দিয়েই আমি খুশি। সঙ্গে দুইটা উইকেটও পেলাম।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে