রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৮:৫৪:৩৬

৩-০ গোলে অপ্রতিহত বার্সেলোনা

৩-০ গোলে অপ্রতিহত বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক :  লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। শনিবার গোলের খরা কাটিয়েছেন লুইস সুয়ারেস। তার জোড়া গোলে লেগানেসের মাঠে সহজ জয় পেয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

শনিবার কাতালান দলটির ৩-০ গোলের জয়ে অন্য গোলটি করেন পাওলিনিয়ো। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না বার্সেলোনা।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না বার্সেলোনা। ২৮তম মিনিটে অবশেষে আসে গোল। ডান দিক থেকে পাকো আলকাসেরের ক্রস ঠিকমতো ঠেকাতে পারননি গোলরক্ষক ইভান কুয়েইয়ার। বল পেয়ে কাছ থেকে জালে জড়িয়ে দেন সুয়ারেস।

বার্সেলোনায় যোগ দেয়ার পর সবচেয়ে দীর্ঘ গোলখরা ফুরাল উরুগুয়ের এই স্ট্রাইকারের। সব প্রতিযোগিতা মিলে ৪৭৯ মিনিট পর পেলেন আরাধ্য গোল।

৩৫তম মিনিটে আলেক্সান্দেরের শট ঠেকিয়ে বার্সেলোনার ত্রাতা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেও সমতা ফেরানোর একটি সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। উইঙ্গার ক্লাওদিও শট মারেন জার্মান গোলরক্ষক টের স্টেগেন বরাবর।

৬০তম মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেস। এবারো স্প্যানিশ ফরোয়ার্ড আলকাসেরের শট গোলরক্ষক ঠেকানোর পর বল পেয়ে শট নেন সুয়ারেস। বল রুবেন পেরেসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৭৫তম মিনিটে আলেইশ ভিদাল পরিষ্কার সুযোগ নষ্ট করেন। আর ৮৮ মিনিটে লিওনেল মেসির দূরপাল্লার শট গোলরক্ষক ফেরানোর পর আবার বল পেয়েছিলেন সুয়ারেস। এবার আর গোল পাননি ফিরতি শটে, দারুণভাবে ঠেকান ইভান।

তবে ৮৯তম মিনিটে ঠিকই ব্যবধান বাড়ান বদলি হিসেবে নামা পাওলিনিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে থেকে মেসির বাড়ানো বল টোকা দিয়ে জালে পাঠান ব্রাজিলের এই মিডফিল্ডার।

লিগে একাদশ জয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় অপরাজিত দলটির পয়েন্ট ১২ ম্যাচে ৩৪।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে