এটি কাটার বয় মুস্তাফিজের তৃতীয় রেকর্ড
স্পোর্টস ডেস্ক: ঘরে মাঠে আবারও ঝলক দেখালেন কার্টার বয় মুস্তাফিজুর রহমান। আজ মিরপুর স্টেডিয়ামে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে অনেকটাই বেসামাল হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। মূলত মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়েই মাত্র ৪৩.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয় যায় সফরকারীরা। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তৃতীয় বারের মতো হোয়াইটওয়াশের স্বাদ পায় মাশরাফি বাহিনী।
তিন বাংলাদেশ দলের হয়ে একাই জিম্বাবুয়ের ইনিংসে ধস নামান বাংলা কার্টার খ্যাত এই বোলার। এদিন বল হাতে তিনি ৮ ওভারে ৩৪ রানে ৫ উইকেটে নেন। এটি বাংলাদেশ দলের হয়ে মুস্তাফিজের তৃতীয় ৫ উইকেট পাওয়ার রেকর্ড।
টাইগারদের ছুয়ে দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের করা ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন চামু চিবাবা। তবে পরের বলেই চিবাবার মিডল স্টাম্প উপড়ে দেন মুস্তাফিজ। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের হাজার হাজার দর্শক।
১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�