আন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মামলায় স্বস্তি মহেন্দ্র সিং ধোনির। তার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একটি পত্রিকার প্রচ্ছদে এই ভারতীয় ক্রিকেটারকে বিষ্ণুর অবতার হিসেবে তুলে ধরা হয়।
ধোনি যে সব ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত, ছবিতে বিষ্ণুরূপী ধোনির একাধিক হাতে সেই দ্রব্য ধরা। হিন্দু দেবতা বিষ্ণুর সঙ্গে তুলনা টেনে ধর্মীয় ভাবেবেগে আঘাত দেওয়া হয়েছে বলে আদালতে অভিযোগ করেন জয়কুমার নামে এক আরটিআই কর্মী।
বেঙ্গালুরু আদালতে এমএস ধোনির পাশাপাশি অভিযোগ দায়ের করা হয় ওই টিভি টুডে সংস্থার প্রধান অরুণ শৌরির বিরুদ্ধেও। ওই সংস্থারই বিজনেস টুডে পত্রিকায় ওই ছবিটি ছাপা হয়। বিজনেস টুডে-র এডিটর ইন চিফ পদে রয়েছেন শৌরি। তাকে অযথা হয়রানি করার জন্যই এই মামলায় এভাবে তাঁকে জড়ানো হয়েছে বলে আদালতে অভিযোগ করেন ধোনি। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি