বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ১০:২২:০০

জিম্বাবুয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওরা দুইজন

জিম্বাবুয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওরা দুইজন

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নির্বাচিত মুশফিকুর রহিম। আর বাল হাতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্বটি নিজের করে নিয়েছেন ‘কাটার’ খ্যাত তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সবমিলিয়ে তিন ম্যাচ ওয়ানডে সর্বোচ্চ ১৫৬ রান করেছেন। আর পেসার মুস্তাফিজুর রহমান সবমিলিয়ে সিরিজের তিন ম্যাচে দখল করে নিয়েছেন ৮টি উইকেট। এ সুবাদে সিরিজের সেরা ব্যাটে সেরা মুশফিক, বোলিংয়ে মুস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। মুশফিক প্রথম ম্যাচে করেছিলেন ১০৭ রান। অবশ্য এর পরবর্তী ২ ম্যাচে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দ্বিতীয় ম্যাচে ২১ ও তৃতীয় ম্যাচে করেছেন ২৮ রান। এদিকে, প্রথম ম্যাচে কোনো উইকিট না পেয়েও সিরিজির দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট দখল করে নেন মুস্তাফিজ। সেই ধারাবাহিকতা শেষ ম্যাচেও বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিজের করে নেন ৫টি উইকেট টাইগার এই পেসার। ১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে