রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:১১:০০

ধাওয়ান-রাহুলের ব্যাটে উল্টো লিড নিল ভারত

ধাওয়ান-রাহুলের ব্যাটে উল্টো লিড নিল ভারত

স্পোর্টস ডেস্ক: দুই ওপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ব্যাটে কলকাতা টেস্টের চতুর্থ দিনে ঘুরে দাঁড়াল ভারত। প্রথম ইনিংসে ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৪৯ রানে এগিয়ে আছে তারা।
দিনশেষে কোহলি বাহিনীর সংগ্রহ ১ উইকেটে ১৭১ রান। দুঃখজনকভাবে ৯৪ রানে প্যাভিলিয়নে ফিরেছেন শিখর ধাওয়ান। তবে ৭৩ রানে অপরাজিত আছেন রাহুল।  

প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। জবাবে ২৯৪ রান করে প্রথম ইনিংস থেকে বড় লিড পায় শ্রীলঙ্কা। টেস্টের প্রথম দুদিন বৃষ্টির দাপটের সাথে জ্বলে উঠেছিল শ্রীলঙ্কার বোলাররা। ভারতের ১৭২ রানের জবাবে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেল ম্যাথুজের ৫২ ও লাহিরু থিরিমান্নের ৫১ রানের কল্যাণে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬৫ রানে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা।

চতুর্থ দিনেই লঙ্কান শিবিরে ভিন্ন রূপ।  স্বীকৃত ব্যাটসম্যানদের হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে যায় তারা।
 কিন্তু সেটি হতে দেননি বর্ষীয়ান স্পিনার রঙ্গনা হেরাথ। ৯ নম্বরে ব্যাট হাতে নেমে এক প্রান্ত আগলে ভারতীয় বোলারদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেন। ৮৬ টেস্টের ১৩১তম ইনিংসে শেষ পর্যন্ত ১০৫ বলে ৯ বাউন্ডারিতে ৬৭ রানে থামেন এই তারকা স্পিনার। হেরাথের বিদায়ের পর আর মাত্র ৪ রান যোগ করে ২৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে ব্যর্থতায় ১২২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত।  শুরু থেকেই সর্তক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার।  উইকেটে সেট হয়ে দলকে উদ্বোধনী জুটিতে ১৬৬ রান এনে দেন তারা। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ১১৬ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯৪ রানে আউট হন ধাওয়ান। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে দিনের বাকী সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন লোকেশ রাহুল।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে