রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:১৭:৫১

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন আফগানিস্তান

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তানের জাতীয় দলের মত বয়সভিত্তিক দলও ছুটে চলছে রকেটের গতিতে। জঙ্গি হামলায় বিধ্বস্ত দেশটিতে এখন একমাত্র সুস্থ বিনোদনের উৎস ক্রিকেট।
সেই ক্রিকেটের কারণেই মধ্যপ্রাচ্যের দেশটিতে আজ আনন্দের বন্যা। আজ রবিবার যুব এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আফগান অনূর্ধ-১৯ দল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের অনুষ্ঠিত ফাইনালে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে আফগানিস্তানের গড়া ২৪৮ রান করে আফগান যুবারা। জবাবে মাত্র ৬৩ রানে গুঁড়িয়ে গেছে পাকিস্তান! আফগান শিবিরে এসেছে ১৮৫ রানের বিশাল জয়ের সুবাস। টুর্নামেন্টের গ্রুপ পর্বেও পাকিস্তানকে ৫৭ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নিয়েছিল তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে ৬১ রানের ওপেনিং জুটি গড়ে আফগানিস্তান। এরপর ১১৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৭ রানের দারুণ এক ইনিংস উপহার দেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইকরাম আলী খিল। পাশাপাশি রহমতউল্লাহ গুবরাজ ও ইব্রাহিম জাদরানের যথাক্রমে ৪০ ও ৩৬ রানের দুটি ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে পাকিস্তানিরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় মাত্র ৬৩ রানেই। ১৩ রানে নিয়েছেন ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার মুজিব। এছাড়া কায়েস আহমেদ নিয়েছেন ১৮ রানে ৩ উইকেট। উল্লেখ্য, গত বৃহস্পতিবারের সেমিফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে ২ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে