রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:২৮:৫২

যে কারণে শ্রীলংকার বিপক্ষে বোলিং করলেন কোহলি

যে কারণে শ্রীলংকার বিপক্ষে বোলিং করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আজ মুখোমুখি হয় দুই দল। এই ম্যাচে প্রায় ২ বছর পর টেস্টে বল করতে নামেন কোহলি।  টেস্টে এর আগে কোহলি সর্বশেষ বোলিং করেছিলেন ২০১৫ সালে।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লি টেস্টে।  ৬১ টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ৮ ইনিংসে ২৬.১ ওভার বোলিং করেছেন কোহলি।  ৭৫ রান দেওয়ার বিপরীতে ২টি মেডেন পেলেও উইকেটের দেখা এখনো পাননি।  

টেস্টে উইকেট না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলি কিন্তু উইকেট পেয়েছেন।  ওয়ানডেতে এ পর্যন্ত ৪৮ ইনিংসে ১০৬.৫ ওভার বোলিং করে ৬৬৫ রান দেওয়ার বিনিময়ে ৪ উইকেট পেয়েছেন কোহলি।  মেডেন মাত্র একটি।  টি-টোয়েন্টিতেও তাঁর শিকার ৪ উইকেট।  এ জন্য তাঁকে ১২ ইনিংসে ২৪.২ ওভার বোলিং করে ১৯৮ রান খরচ করতে হয়েছে।  

উল্লেখ্য যে, এই ম্যাচে বল করতে নেমে প্রথমে আহত হয় শামী।  এরপরে তার ওভারটি ১ বল দিয়ে ফিল আপ করতে নামেন কোহলি।  পরে অবশ্য আরেকটি ওভার করেন এই বিশবসেরা ব্যাটসম্যান।  
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে