ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইউনুস খান
স্পোর্টস ডেস্ক : একদিনের ক্রিকেটকে অবশেষে বিদায় জানালেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস খান। আবুধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন ইউনুস খান। শেষ হয়ে গেল ১৫ বছরের একটি অধ্যায়।
৩৭ বছর বয়সি এই ক্রিকেটার ২৬৪ টি একদিনের ম্যাচ খেলে ৭২৪০ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৭ টি সেঞ্চুরি এবং ৪৮ টি হাফসেঞ্চুরি।
অবসরের খবর জানানোর পর পাকিস্তানের এই ক্রিকেটার বলেন, 'টি২০- থেকে আগেই অবসর নিয়েছিলাম। এবার একদিনের ক্রিকেট থেকেও। ভাবতে ভাল লাগছে, আমি আমার পরিবারকে আরও অনেক সময় দিতে পারব বলে।'
এবার এক ঝলকে জেনে নিন ইউনুস খান সম্পর্কে তিনটি সেরা তথ্য।
১) ইউনুস খান পাকিস্তানের একমাত্র ক্রিকেটার যিনি ৯০০০ রান করেছেন টেস্ট ক্রিকেটে।
২) পাকিস্তানের হয়ে তার টেস্টে ৩১ টি সেঞ্চুরি রয়েছে। এটাই তাদের দেশের সবথেকে বেশি।
৩) ২০০৯-এ পাকিস্তান টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারই নেতৃত্বে।
১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�