সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৩:২৯:৩৬

হাসান আলীর তাণ্ডবে কূল হারিয়ে ফেললো তারকাদের ঢাকা

হাসান আলীর তাণ্ডবে কূল হারিয়ে ফেললো তারকাদের ঢাকা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে পানি ছিটিয়ে দিল কুমিল্লার বোলার হাসান আলী। আর দারুন সঙ্গ দেন রশিদ খান, সাইফুদ্দিনরা। হাসান আলীর তাণ্ডবে কূল হারিয়ে ফেললো তারকাদের ঢাকা।  

সবচেয়ে জমজমাট ম্যাচ দেখতে আশা দর্শকদের যা একটু আনন্দ দিলেন সুনিল নারিন। বাকিরা সবাই আসা যাওয়ার মিছিলে থাকায় মাত্র ১২৮ রানেই অল আউট হয়ে গেল ঢাকা।  

আফ্রিদিকে ছাড়া খেলতে নামা ঢাকা ডায়নামাইটস টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান আলীর তোপে পড়ে।  ইনিংসের দ্বিতীয় ওভারেই নির্ভর যোগ্য ব্যাটসম্যান এভিন লুইসের (৭) উইকেট উপরে ফেলেন হাসান আলী। এক বল বিরতি দিয়ে মেহেদী মারুফের উইকেটও তুলে নেন তিনি।  

তবে এরপর পাল্টা আক্রমন করেন সুনিল নারিন। তার আক্রমনে খুব ভালো ভাবেই ম্যাচে ফেরে ঢাকা । সাঙ্গাকারাকে নিয়ে ঝড়ো ব্যাট করেন তিনি।  

দলীয় ১০৪ রানের মাথায় সাঙ্গাকারা রান আউট হয়ে ফিরলে ভাঙ্গে এই জুটি।  আউট হওয়ার আগে ৩০ বলে ২৮ রান করেন লঙ্কান সাবেক এই তারকা।  এরপরও পোলার্ড, সাকিব, নারিনরা থাকায় ২০০ রানের স্বপ্নই দেখছিল ঢাকার সমর্থকরা।  তবে একঝটকায় সেই স্বপ্নকে দু:স্বপ্নে পরিনত করে দেন কুমিল্লার বোলাররা।  

তবে ১৪তম ওভারে আক্রমনে এসেই সুনিল নারিনকে ফেরান সাইফুদ্দিন। ৪৫ বলে ৫টি ছ্ক্কা ও ৭টি চারে ৭৬ রান করেন তিনি। নারিন যখন আউট হয় তখন দলীয় সংগ্রহ ১১৬ রান।  হাতে তখন আরো ৬.৩ ওভার ছিল। কিন্তু সুনিল নারিন আউট হতেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে ঢাকার ব্যাটিং লাইনআপ।   

পরের ওভারেই পোলার্ড ফেরেন রান আউট হয়ে মাত্র ১ রান করেই। এরপর আরেকপ্রস্থ তান্ডব চালান হাসান আলী।  শুরুটা করেন মোসাদ্দেককে (১) বোল্ড করে।  

পরের ওভারে জহুরুলের উইকেটিও তুলে নেন রশিদ খান।  এরপর সাদ্দাম এবং আবু হায়দার রনিকেও বোল্ড করেই সাজঘরে পাঠান হাসান আলী।  আর সেই সাথে মাত্র ১২৮ রানেই অল আউট হয়ে যায় ঢাকা।  

হাসান আলী একাই নিয়েছে ৫ উইকেট।  দুটি উইকেট নিয়েছেন রশিদ খান।
২০ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে