স্পোর্টস ডেস্ক : ২০১৪–১৫ মরশুমটা একেবারেই ভাল যায়নি তার। ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া— একের পর এক সিরিজে ব্যর্থ হয়েছেন। কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কা সিরিজে। তাই সিংহলিজ স্পোর্টস ক্লাবে তাঁর করা ১৪৫ রানের ইনিংসকেই নিজের সেরা তিন ইনিংসের মধ্যে রাখছেন চেতেশ্বর পুজারা।
‘এস এস সি–তে করা সেঞ্চুরিকে আমি প্রথম তিনের মধ্যে রাখব। পরিস্থিতি খুবই কঠিন ছিল। তবে চাপের মুখ ভেঙে না পড়ে সুযোগ কাজে লাগাতে পেরে আমি খুশি’, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন ভারতীয় টেস্ট দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার টেকনিকে যে কোনও ভুল নেই, তা আগেই জানিয়েছিলেন রাহুল দ্রািবড়। সেই কথা ধরেই পুজারার বক্তব্য, ‘আমি কিন্তু খারাপ খেলছিলাম না। কাউন্টিতে নিয়মিত রান পািচ্ছলাম। কিন্তু যখন রাহুল দ্রাবিড় বলল, আমার টেকনিকে কোনও ভুল নেই, তখন আমি চেষ্টা করতে লাগলাম ক্রিজে আরও বেশি সময় কাটানোর। সেটাই আমাকে সাহায্য করেছে।’
পুজারা এ–ও জানান, ভবিষ্যতে ৩ নম্বরেই ব্যাট করতে চান তিনি। তার কথায়, ‘আমি জানি বিরাট ৩ নম্বরে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান চায়। কিন্তু আমার মনে হয় প্রত্যেক বলের পেছনে না দৌেড় বোলারদের শাসন করার মতো একটা দৃিষ্টভঙ্গি রাখা উচিত। বিরাট কী চায় আমি জানি। এ ব্যাপারে আমি সচেতন। আশা করি ওর আস্থা রাখতে পারব।’
আপাতত পুজারার লক্ষ্য শুধুমাত্র টেস্ট নয়, একদিনের ক্রিকেটেও নিয়মিত সুযোগ পাওয়া। 'টেস্টে দেখুন, আমার স্ট্রাইক রেট প্রায় ৫০–এর কাছাকাছি। ক্রিস গেইল বা বীরেন্দ্র শেহবাগের মতোই। তাই আমার মনে হয় না, আমি একদিনের ম্যাচের উপযুক্ত নই।’ বলেছেন তিনি।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি