বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০২:৩৯:৪৮

হঠাৎ এ কি সিদ্ধান্ত নিলেন মিশেল জনসন!

হঠাৎ এ কি সিদ্ধান্ত নিলেন মিশেল জনসন!

মিশেল জনসনের সিদ্ধান্তে হতবাক ক্রিকেট বিশ্ব! স্পোর্টস ডেস্ক : বয়স হয়ে গেলে ফাস্ট বোলারদের ধার কমে যায়, সেকথা কারোরই অজানা নয়। গতি ছাড়াও বেশি বয়সে লাইন–লেংথ নিখুঁত রাখতে পারেন, এরকম খেলোয়াড় কমই আছেন। গ্লেন ম্যাকগ্রার মতো কেউ কেউ ৩৭ বছর পর্যন্ত টানলেও, বেশিরভাগই ৩৫–এর পর হাল ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার বোলার মিশেল জনসন জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই অবসরের কথা ভাবতে শুরু করে দিয়েছেন। বলেন, ‘ইদানীং আমি এই ব্যাপারটাই (অবসর) ভাবি। এখনও হয়ত সেই সময় আসেনি। প্রত্যেকটা খেলা আগের মতোই এনজয় করি। কিন্তু যখনই ভাল লাগবে না, তখনই অবসর নিতে দ্বিধা করব না।’ কিন্তু তিনি তো মোটে ৩২। যেখানে রায়ান হ্যারিসও ৩৫ বছর পর্যন্ত খেলে গেছেন, সেখানে এত আগে তার অবসর নেওয়ার চিন্তা কেন? জনসন জানালেন, ‘ফাস্ট বোলার হলেই খেলার সময় একটা ক্লান্তি কাজ করে। আমিও তার ব্যতিক্রম নই। এখনই আমার শরীর মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে। শুনতে ভাল না লাগলেও এটাই সত্যি।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বর্তমানে টেস্ট খেলতে ব্যস্ত জনসন। ফলে, তার পরেই তিনি অবসরের সিদ্ধান্ত নেন কিনা, সেটাই এখন দেখার। ১১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে