সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৮:৪৭:৫৫

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেলেন বাংলাদেশি দুই ক্রিকেটার

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেলেন বাংলাদেশি দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আসর বিগ ব্যাশে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ ও অফস্পিনার খাদিজাতুল কুবরা।  রুমানা খেলবেন ব্রিসবেন হিটের হয়ে আর খাদিজাতুল কুবরা খেলবেন মেলবোর্ন স্টারসে।

৯ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের বিগ ব্যাশের তৃতীয় আসর, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।  তবে রুমানা ও খাদিজা শুরু থেকেই থাকতে না পারায় যোগ দেবেন টুর্নামেন্টের মাঝপথে।  টুনামেন্টে অংশ নিতে রুমানা দেশ ছাড়বেন ১০ জানুয়ারি আর খাদিজা রওনা হবেন ১৬ জানুয়ারি।  
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে