সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৯:৪৩:২৮

যাদের দিকে তাকিয়ে রয়েছে চিটাগং ভাইকিংস

যাদের দিকে তাকিয়ে রয়েছে চিটাগং ভাইকিংস

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরে বড় বড় তারকা ছাড়াই দল গঠন করেছে চিটাগং ভাইকিংস।  যার ফলে বিপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে একটিতে জয়ের দেখা পেয়েছে দলটি।  যার ফলে পয়েন্ট টেবিলের তলানির দিকেই অবস্থান দলটির।

ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারছে না দেশীয় ক্রিকেটাররা।  তবে এখন দলের আশা কেবল নিজেদের মাঠ বিপিএলের চট্টগ্রাম পর্ব।  হোটেলে ফেরার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের মেন্টর জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও দলের অধিনায়ক লুক রনকি।

আর সেসময় নান্নু বলেন, আমরা অনেক ম্যাচ হেরেছি।  কারণ শুরুটা ভালো হলেও আমাদের ফিনিশিংটা ভালো হচ্ছে না।  এছাড়া দেশী ক্রিকেটারেরাও ভালো কিছু করতে পারছে না।  তারা ম্যাচে ভালো করতে পারলেই টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকা সম্ভব।  আর তাই আশা করছি চট্টগ্রাম পর্বে সেসব ভুল শুধরে ভালো কিছু করতে পারবে ছেলেরা।     
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে