বিধ্বংসী কাটার মুস্তাফিজ এবার বিশ্ব সেরাদের কাতারে
স্পোর্টস ডেস্ক: নিজেদের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা বদের অগ্রনায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং তান্ডবে দিশেহারা হয়ে গিয়েছিল ভারত-আফ্রিকার গ্রেট ব্যাটসম্যানরা।
কিন্তু সেই মুস্তাফিজ কিনা বাংলাদেশের চেয়ে আপেক্ষিক দূর্বল জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে কোন উইকেটই পাননি। সবার মনে তখন একটাই প্রশ্ন উদয় হয়েছিল হায় একি হলো মুস্তাফিজের? কোথায় গেল তার সেই বিধ্বংসী কাটার।
তবে হ্যা। বিস্ময়কর বালক বলে কথা। নিজের বিধ্বংসী রুপ দেখাতে বেশি সময় নেননি সাতক্ষীরার ২০ বছর বয়সী এই বালক। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নিজেকে প্রমান করে ছাড়লেন অনায়াসে। একই সাথে চলতি বছর ওয়ানডে উইকেট শিকারীদের তালিকায় স্থান করে নিলেন তিনি।
মুস্তাফিজুর রহমান তার ৯ ম্যাচ ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এ নিয়ে ৫ উইকেট নিয়েছেন। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৬টি। এটাই মুস্তাফিজকে বিশ্বক্রিকেটে বোলারদের তালিকায় নবম স্থান এনে দিয়েছে।
সেরা দশে আছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ৩ জন ক্রিকেটার। এছাড়া পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছেন।
প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটে তিন ফরম্যাটে নাম্বার ওয়ান সাকিবকে টপকিয়ে উপরে উঠে এসেছেন মুস্তাফিজ। চলতি বছর ১৬ ম্যাচে সাকিবের সংগ্রহ ২৪। দেশের হয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মাশরাফি মুর্তজা। তার ১৬ ম্যাচে উইকেট সংখ্যা ২১টি।
চলতি বছরের বিশ্বের সেরা ১০ বোলার : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), স্টিভেন ফিন ( ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), টিম সাউদি (নিউজিল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।
১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর