স্পোর্টস ডেস্ক : সেই ছোট্ট থেকে টেনিস খেলছেন৷ টুর্নামেন্ট চলাকালীন হোক বা প্র্যাকটিসের সময়৷ চড়া রোদের মধ্যে থাকতে হয়৷ এত রোদে থাকলে ত্বকের জেল্লা হারিয়ে যাওয়ার কথা৷ ফর্সা রঙ শ্যামবর্ণ হয়ে যাওয়ার কথা৷ কিন্তু, তা হয়নি এতটুকু৷ উল্টে জেল্লা, মসৃণ ভাব যেন দিন দিন বাড়ছে। ‘সানস্ক্রিন লোশন’ এর রহস্য৷ জানিয়ে দিলেন মারিয়া শারাপোভা৷
ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ায় সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ক্ষতি করছে আমাদের ত্বকের৷ বাড়ছে ত্বকের ক্যান্সারের সম্ভাবনা৷ এই মারণ রোগের হাত থেকে বাঁচতে, নিয়মিত সানস্ক্রিনের ব্যবহার যে জরুরি, জানিয়েছেন শারাপোভা৷ বলেন, ‘সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত আমি ট্রেনিং করি৷ এ জন্যই কোর্টের কোণে রাখা আমার ব্যাগে সানস্ক্রিন লোশনের প্যাক থাকে৷ সানস্ক্রিন যে কত উপকারী এবং প্রয়োজনীয়, ব্যবহার করতে করতেই বুঝেছি৷’ ‘সুপারগুপ’-এর ‘সানস্ক্রিনের’ মডেল তিনি৷
‘ইনস্টাইল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে শারাপোভা আরও জানিয়েছেন, ‘সাধারণত, গরমের দিনে সানস্ক্রিন লোশন ব্যবহারের ঝোঁক দেখা যায়৷ কিন্তু, এই ভাবনাটাই তো ভুল৷ বারো মাসই ত্বকের যত্ন নেওয়া জরুরি৷ ‘সুপারগুপ’–এর ‘সানস্ক্রিন’ তিনি কোর্টে যখন খেলেন নিয়মিত আর কোর্টের বাইরে থাকেন যখন, তখন ব্যবহার করেন৷ যখন কোথাও ঘুরতে যান, কোম্পানির সানস্ক্রিন সিরাম ব্যবহার করেন৷
‘সুপারগুপ’-এর সি ই ও জানিয়েছেন, ‘দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠা উচিত সানস্ক্রিন৷ এর নিয়মিত প্রয়োগ ত্বকের ক্যান্সার হওয়ার হাত থেকে বাঁচায়৷ মারিয়াই আমাদের কাছে এসে প্রশ্ন রেখেছিল, কীভাবে এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব? ওর ওই প্রশ্নটাই আমাদের নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ জুগিয়েছে৷’
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি