বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১০:২৪:২৫

টাইগারদের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন, ছিটকে গেলেন যারা

টাইগারদের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন, ছিটকে গেলেন যারা

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে এবারও হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এখন তাদের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই লক্ষ্যে দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে রয়েছে বড় পরিবর্তন। এক নতুন মুখও দলে রয়েছেন। ৫ টি পরিবর্তন রয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে। সাকিব আল হাসান নেই স্কোয়াডে। আমেরিকায় স্ত্রী-কন্যাকে সময় দিচ্ছেন তিনি। অন্যদিকে সৌম্য সরকার আহত বলে দলে নেই। রনি ফর্মে না থাকায় বাদ পড়েছেন। সোহাগ গাজীর সুযোগ হয়নি দলে। রুবেলও সুস্থ হয়ে উঠতে পারেন নি বলে দলে নেই। ওই পাঁচ জনের যায়গায় সুযোগ হয়েছে, ইমরুল কায়েস, রিয়াদ, আলামিন, বিজয় ও নতুন মুখ রাব্বির। এর আগে সুযোগ পেয়ে ওয়ানডেতে একেবারে খারাপ করেননি আলামিন, ইমরুল ও রিয়াদ। ওয়াডেতে মাঠে নামার সুযোগ হয়নি রাব্বির। বিজয় মাঠে নামেননি বলতে হয়তো ভুল হবে। তবে এটি পরিস্কার করা জরুরী। শেষ ওয়ানডে ম্যাচে পরিবর্তিত খেলোয়াড় হিসাবে কয়েক ওভার ফিল্ডিং দিয়েছেন তিনি। এছাড়া উপেক্ষিত থেকেছেন তিনি। ওয়ানডেতে সবচেয়ে বাজে ক্রিকেট খেলা লিটন দাশকে এবার টি-টোয়েন্টি স্কোয়াডেও রাখা হয়েছে। ওয়ানডে সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বিও রয়েছেন স্কোয়াডে। দেখে নিন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলারেদশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, যুবায়ের হোসেন, মোস্তাফিজুর রহমান, আলামিন হোসেন, এনামুল হক বিজয় ও কামরুল ইসলাম রাব্বি। ১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে