স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা অলরাউন্ডার কে, তা নিয়ে নানা তর্ক-বিতর্ক চলতে পারে৷ কিন্তু সাবেক বিশ্বসেরা ল্যান্স অলরাউন্ডার ক্লুজনার বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনিকে৷ তার মতে, গত কয়েক বছরে এম এস-ই সেরা৷ দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, এখন বেশ কয়েকজন অলরাউন্ডার আছে বটে৷ তবে তারা নিজেদের ঠিকঠাক প্রমাণ করতে পারেনি৷ দক্ষিণ আফ্রিকা জাক কালিস, শন পোলকের মতো ক্রিকেটার পেয়েছে৷
তিনি আরো বলেন, বিশ্বাস করি, উইকেটকিপার-ব্যাটসম্যানরাও এক অর্থে অলরাউন্ডারই৷ ধোনি, গিলক্রিস্ট সেরকমই৷ তবে, শেষ কয়েক বছরের নিরিখে যদি বিচার করি, তা হলে বলতেই হবে, ধোনিই সেরা৷’
শুধু ধোনি নয়, বিরাট কোহলিরও প্রশংসা করেছেন ক্লুজনার৷ বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ওকে দেখে তরতাজা মনে হয়েছে৷ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে৷ ক্যাপ্টেনের কাছে এটাই তো প্রত্যাশিত৷ বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান৷ নিশ্চিত, ভারতের বিরুদ্ধে খেলার আগে কোহলিকে সামলানোর কথাটা মাথায় রাখবে আমাদের টিম ম্যানেজমেন্ট৷’
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি