বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১১:০৫:২২

টি-টোয়ান্টিতেও সেই ‘ব্যর্থ’ লিটন দাস

টি-টোয়ান্টিতেও সেই ‘ব্যর্থ’ লিটন দাস

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সবকটি ম্যাচ হেরে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী জিম্বাবুয়ে একাদশ। ব্যর্থ চিগুম্বুরারা, ব্যর্থ সেই দেশের বোলার ও ব্যাটিং লাইনআফ। জয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ দলের একজন খেলোয়াড় রয়েছেন সেই কাতারে। নিশ্চিয় চিনে গেছেন কে তিনি। সফরকারী জিম্বাবুয়েকে তৃতীয় বারের মত হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট আকাশে আজ আনন্দের ছড়াছড়ি। ভক্ত-সমর্থক বোর্ড ও ক্রিকেটারদের মনে বাজছে বিজয়ে সানাই। দলের এহেন বিজয়ের দিনের নিজের কাছে নিজে হেরে গেলেন লিটন দাস। প্রথম ম্যাচে শূন্য করে সাজ ঘরে ফেরার পর দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মাশরাফির বিশেষ অনুরোধে খেলায় সুযোগ পান লিটন। করেছেন ৭ রান। কি বুঝে বিসিবি তাকে আবারো তৃতীয় ম্যাচের স্কোয়াডে রেখে খেলতে নামায় তাকে। পূর্বের দু’ম্যাচ থেকে শিক্ষা না নিয়ে আবারো ১৭ রান করে প্যাভিলিয়নের পথে পা বাঁড়ান তিনি। অথচ তিন ম্যাচ ওয়ানডে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে লিটনকে দলে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া দলে পাঁচটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাংলারেদশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, যুবায়ের হোসেন, মোস্তাফিজুর রহমান, আলামিন হোসেন, এনামুল হক বিজয় ও কামরুল ইসলাম রাব্বি। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে