বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১১:৩৮:৩১

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দুর্দিনে কাকার সমবেদনা

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দুর্দিনে কাকার সমবেদনা

স্পোর্টস ডেস্ক: আগামীকাল শুরু হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার হাই-ভোল্টেজ ম্যাচ। বরাবরের মতই ফুটবল পরাশক্তি সম্পন্ন ম্যাচটি ঘিরে দু’দলের সমর্থকদের মাঝে চলছে চরম উত্তেজনা। কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের জন্য মহা দুশ্চিন্তার খবর হচ্ছে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাবলো জাবালেতা ও এজেকুয়েল গারাইয়ের সঙ্গে এবার ইনজুরির কাতারে যুক্ত হলেন বোকা জুনিয়রসে দুর্দান্ত ফর্মে থাকা কার্লোস তেভেজ। তাই ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলের বাইরে থাকতে হচ্ছে এই তারকা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন দুর্দিনে সমবেদনা জানাতে ভুল করেননি ব্রাজিলের মিডফিল্ডার কাকা। তিনি মনে করেন, বিশ্বকাপের বাছায় পর্বে এখন পর্যন্ত কোন ম্যাচ না জেতায় আর্জেন্টিনার জন্য শুক্রবারের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক। বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অরল্যান্ডো সিটি থেকে ধারে সাও পাওলোতে খেলা মিডফিল্ডার কাকা মনে করেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে আরও বিপজ্জনক হতে পারে। বলেন, ‘ তারা (আর্জেন্টনা) এখনও কোনো ম্যাচ জেতেনি। এটা ব্রাজিলকে হারানোর জন্য আরেকটি প্রেরণা।’ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে একটি জয়ে ৩ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। তবে শেষ ম্যাচটি জেতায় ব্রাজিল দলের আত্মবিশ্বাসটা একটু বেশিই আছে বলে মনে করেন কাকা। "আমরা ভেনেজুয়েলার বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে এসেছি (৩-১ গোলের জয় নিয়ে) এবং এই গতিটা ধরে রাখতে হবে আমাদের।" ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে