বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১২:৩৯:১৫

২০ ওভারে ২৬২ রান, তাণ্ডবের কথা জানলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার!

২০ ওভারে ২৬২ রান, তাণ্ডবের কথা জানলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার!

স্পোর্টস ডেস্ক : যেন মনে পড়ল ‘অবাক পৃথিবী’নামক কাব্য গ্রন্থের প্রসঙ্গ। তারকা ক্রিকেটাররা বীরোচিত ক্রিকেট খেলবেন এটা স্বাভাবিক। কিন্তু এবার সাবেক তারকা ক্রিকেটাররা যেটা করে দেখিয়েছেন সেটা মাথা নষ্ট করে দেবে আপনার! এই উপমা এখানে উল্লেখ না করে উপায় নেই। নানা ছন্দে ক্রিকেটপ্রেমীদের মাতিয়েছেন তারা। এক ঝাঁক তারকারাজি খেলতে নামেন আমেরিকার হাউসটনে। ওয়ার্ন ওরিয়র্স ও শচীন ব্লাটার্স মুখোমুখি হয় এদিন। আইসিসির রেকর্ডে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান ২৬০। এই রানের মালিক শ্রীলঙ্কা। কিন্তু এবার এই রানকে টপেকে গেলেন সাবেক তারকারা। ওয়ার্নারের দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেন ২৬২ রান। কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং দুর্দান্ত খেলেন এদিন। টেস্টের রাজা সাঙ্গাকারা টি-টোয়েন্টিতেও সেরা। ৩০ বলে ৭০ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এখানে ৬ টি ছয় ও ৬টি চার মারেন সাঙ্গা। এখানে তার স্ট্রাইক রেট ২৩৩। অন্যদিকে সাঙ্গার সতীর্থ রিকি পন্টিং ১৬ বলে করেন ৪১ রান। এখানে ৩টি ছয় ও ৫টি চার মারেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৫৬। এ্যান্ডু সাইমন্ডস ৬ বলে করেন অপরাজিত ১৯ রান। তার ব্যাট থেকে আসে ২টি চার ও ১টি ছয়। তিনশর উপরে ছিল তার স্ট্রাইক রেট। ক্রিকেট বিশ্বকে হঠাৎ এ কি দেখালেন তারা? হ্যাডিন ও জ্যাক ক্যালিসও জ্বলে ওঠেন নিজ নিজ শক্তিতে। ১৫ বলে ৩২ রান করেন হ্যাডিন। ৩টি ৬ ও দুটি চার রয়েছে তার ইনিংসে। টি-টোয়েন্টির মত ধর মার মার কাট কাট ম্যাচে ব্যাটিং করতে নেমে জ্যাক ক্যালিস ২৩ বলে করেন ৪৫ রান। এখানে ৩টি চার ও ৪টি ছয় মারেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি শুধু সর্বোচ্চ দাপট দেখানোর ম্যাচই নয় সবোর্চ্চ ছক্কার মারার ম্যাচও এটি। ২৬০ রানের ম্যাচে ১১ টি ছয় ছিল। কিন্তু এদিন ২১ টি মারেন তারকারা। সাবেক তারকাদের ঝলক দেখে এখন উজ্জ্বীবিত তাদের ভক্তরা। প্রসঙ্গত, এদিন শচীনের দলের বিপক্ষে ওয়ার্নাররা ৫৭ রানের ব্যবধানে জয় পায়। ১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে