রহস্যময় মুস্তাফিজে হতবাক তামিম
স্পোর্টস ডেস্ক: সাতক্ষীরায় জন্মগ্রহনকারী মুস্তাফিজুর রহমানকে ক্রিকেটপ্রেমীদের কম-বেশিই সবাই চেনেন। অভিষেকের পর ক্রিকেট বিশ্বকে তাজ্জব বনে ফেলা মুস্তাফিজ এখন সবার মধ্যমণি। বিশ্ব ক্রিকেট শুধু অবাক দৃষ্টিতে দেখছে মুস্তাফিজের একের পর এক সাফল্য। ভারত-আফ্রিকা থেকে শুরু করে জিম্বাবুযের বাঘা বাঘা ব্যাটসম্যানরা বাংলাদেশের ২০ বছর বয়সী পেসারকে চিনতে বার বারই ভুল করছেন।
ঠিক তেমনই বাংলাদেশ ক্রিকেটের এই বিস্ময়কর বালককে এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেননি তামিম ইকবালও।
গতকাল (বুধবার) বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ওপেনার জানালেন, নতুনদের জন্য কতটা দুর্বোধ্য মুস্তাফিজ। বলেন, ‘আমিও কিন্তু মুস্তাফিজের জন্য নতুন! এর আগে ওকে কোনো জায়গায় খেলার সুযোগ হয়নি। নেটে ব্যাটিং করলে হয়ত দুই-তিনবার ওর বলে ব্যাটিং করেছি। ওকে যারা প্রথম খেলে, তাদের জন্যে খেলা শুধু কঠিন নয়, অসম্ভব। হয়তো বা অনেক ব্যাটিং করলে বা অনেকদিন খেললে ওর সম্পর্কে একটা ধারণা হবে।’
গত কয়েক সিরিজে বাংলাদেশ দলের জয়ের ক্ষেত্রে মুস্তাফিজের অনেক বড় অবদান রয়েছে। সেটি যে কেউ স্বীকার করে নিবে। তামিম বলেন, ‘সে যখন বোলিংয়ে আসে তখন আমরা সব সময় ফিল করি যে কিছু একটা হবে। আমাদের সাফল্যের পেছনে ওর অনেক অবদান। আমাদের শেষ চার-পাঁচটা সিরিজে যে সাফল্য এবং যে রেকর্ড হয়েছে তাতে সে একটা মূল নায়কের ভূমিকা পালন করেছে’- বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান সম্পর্কে এভাবেই সাজিয়ে বললেন তামিম ইকবাল।
১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর