বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০১:২৩:৫৩

ফের হোয়াইট ওয়াশ করায় টাইগারদের নিয়ে যা লিখলো ভারতীয় মিডিয়া

ফের হোয়াইট ওয়াশ করায় টাইগারদের নিয়ে যা লিখলো ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে টাইগারদের ক্রিকেট শক্তি টের পেয়েছে ধোনিরা। টাইগারদের দাপটে লড়াইয়ের মাঠে অসহায় ছিল ধোনি-কোহলিরা। ফের প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করায় টাইগারদের দারুণ উন্নতির গুনগান এখন ভারতীয় মিডিয়ায়। প্রতিপক্ষকে টানা ৫ টি ম্যাচে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেয়েছে টাইগাররা। এই বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়া ‘কলকাতার’ প্রতিবেদন নিচে তুলে ধরা হলো- জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনম্যাচের ওয়ানডে সিরিজ আগেই ২-০ জিতে নিয়েছিল বাংলাদেশ৷ বুধবার সিরিজের নিয়মরক্ষার ম্যাচেও মাশরাফিরা জিতলেন চেনা ছন্দেই৷ জিম্বাবোয়েকে হারিয়ে হোয়াইটওয়াশ করল তারা৷ মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ৷ দলের দুই ওপেনার তামিম ইকবাল (৭৩) ও ইমরুল কায়েস (৭৩) দুর্দান্ত ব্যাট করলেন৷ মিডল অর্ডারে মাহমুদুল্লাহর হাত থেকেও এল ঝকঝকে ৫২ রানের ইনিংস৷ নির্ধারিত ওভারে ২৭৬ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ৷ জবাবে ২১৫ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ে৷ দলের হয়ে শেন উইলিয়ামস (৬৪) ও চিগোম্বুরা (৪৫) বড় রান করেছেন৷ কিন্ত এদিন ফের একবার বাংলাদেশের হৃদয় জিতে নিলেন মুস্তাফিজুর রহমান৷ ৩৪ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি৷ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তামিম ইকবাল ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মুশফিকুর রহিম৷ ১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে