বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০১:৫৯:২৮

‘ব্যালন ডি’অরের যোগ্য নেইমার’

‘ব্যালন ডি’অরের যোগ্য নেইমার’

স্পোর্টস ডেস্ক: ভিয়ারিয়ালের বিপক্ষের সর্বশেষ ম্যাচে বার্সার হয়ে দারুণ এক গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। অসাধারণ এক ফ্লিকে বল ওপরে তুলে শরীরটাকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে নেওয়া নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করে ফুটবল বিশ্বে আলোচনায় এখন তার নাম। নেইমারের এই নিখুঁত খেলাতে অনেকটা মুগ্ধ দেশটির সাবেক তারকা রিভালদো। তিনি তার খেলায় এতটাই মুগ্ধ যে, আগামী ফিফা ব্যালন ডি’অর নেইমারের হাতে দেখতে চাওয়ার কথা ইনস্ট্রাগ্রামে সবাইকে জানান। গত সাত বছরে টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি আর তিন বার রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সময়ের এই দুই সেরা তারকার প্রতি শ্রদ্ধা রেখেই এবার বর্ষসেরার দৌড়ে নেইমারের পক্ষে মত দেন রিভালদো। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি জানি না, ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় কে হবে। কিন্তু আমার একান্ত অভিমত-ক্রিস্তিয়ানো রোনালদো, মেসি এবং অন্যদের শ্রদ্ধা করেই বলছি, নেইমার বিশ্বসেরা হবার যোগ্য।” এছাড়াও ১১ নম্বর জার্সি গায়ে নেইমারের দেশের হয়ে আলো ছড়ানোতে মুগ্ধ রিভালদো। বলেন, “বার্সেলোনার হয়ে ১১ নাম্বার জার্সি গায়ে নেইমারের খেলা দেখাটা অনেক আনন্দের ব্যাপার। এই জার্সিটাকে আমি খুব ভালো করে জানি।” ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে